আসলে সঞ্চয় কি?
সঞ্চয় হলো কোন ব্যক্তির আয় থেকে ব্যয় বাদ দেয়া অবশিষ্ট অর্থের পরিমাণ।
যা কোন ব্যক্তি তার আগামী দিনের কোন কাজের উদ্দেশ্যে জমিয়ে রাখে।
সঞ্চয় করার বিভিন্ন মাধ্যম হয়ে থাকে।
- কেউ চাইলে নিজের পকেটে জমা রাখে,
- কেউ বা মাটির তৈরী ব্যাংকে,
- অথবা অন্য কারও কাছে গোচ্ছিতো রাখে।
বর্তমানে সঞ্চয় এর বেশ জনপ্রিয় মাধ্যম বিভিন্ন সরকারি বা বেসরকারি ব্যাংক।
অনেকে জমা করে NGO (Non Government Organization) এর মাধ্যমে।
আর পুরাতন দিনে অর্থাৎ আগের দিন গুলোতে মানুষ ঘরের খুটিতে ছিদ্র করে অর্থ জমা করতো।
মূলত সঞ্চয়ের তেমন কোন ডকুমেন্ট হয় না।
যেমন, ব্যাংকে আপনি কোটি কোটি টাকা রাখলেও সেখানে আপনি পাবেন শুধুমাত্র জমা রশিদ।
কিন্তু যদি সম্পদের কথা বলি, তাহলে সেখানে প্রথমেই ডকুমেন্ট আসবে।
যেমন, আপনি যদি একটি জমি ক্রয় করেন, সেখানে অবশ্যই আপনি ডকুমেন্ট পাবেন।
ডকুমেন্ট হিসাবে আপনি পাবেন জমির দলিল।
আপনি একটি বাড়ি ক্রয় করবেন, সেখানে ও আপনি পাবেন বাড়ির দলিল।
তেমনি আপনি যখন একটি জীবন বীমা পলিছি ক্রয় করবেন,
তখন আপনি প্রিমিয়াম জমা করার বিপরীতে পাচ্ছেন জমা রশিদ।
সাথে পাচ্ছেন আপনার সম্পদের মালিকানা প্রমাণে সম্পদের অর্থাৎ
জীবন বীমা দলিল।
যেখানে উল্লেখ থাকে আপনি কত টাকার সম্পদ ক্রয় করেছেন।
আপনার অবর্তমানে আপনার সম্পদের মালিকানা কে পাবে।
থাকবে সরকার কর্তৃক IDRA (বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ) এর সিল।
যা প্রমান করে যে আপনি জীবন বীমা পলিছি ক্রয় করে শুধু সঞ্চয় নয়
একটি সম্পদ ক্রয় করেছেন।
আমাদের আরও পোস্ট পড়তেঃ Post – PILIL | Rife Md Abu Hasnat (hasnatsojib.com)
Our Company Website: Prime Islami Life Insurance Limited

0 Comments