Header Ads Widget

Responsive Advertisement

কল্যান বীমা দুই কিস্তি ডিপোজিট পেনশন স্কীম

#আজকের মাসিক #১০০০ (এক হাজার) টাকা, আগামী* দিনের #২৬৪৯৬০ (দুই লক্ষ চৌষট্টি হাজার নয়শত ষাট) +/- টাকা।
👉ধরুন আপনার প্রতি মাসের হাত খরচ থেকে ১হাজার টাকা বাচিয়ে রাখলেন।
👉এবার এই ১হাজার টাকা দিয়ে আপনি একটি বীমা করলেন (১৩ক-১২)।
👉বীমার মেয়াদকাল ১২ বছর।
👉প্রতি মাসে ১বার বীমা প্রিমিয়াম প্রদান করায় ১২বছরে প্রিমিয়াম দেওয়া লাগবে(১২x১২) ১৪৪বার।
👉অর্থাৎ আপনার জমাকৃত অর্থ (১৪৪x১০০০)১,৪৪,০০০ (এক লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা।
সুবিধাঃ
১। পরিবারের আর্থিক নিরাপত্তা ব্যবস্থা।
🤔কিভাবে?
👉 আপনি যদি ১বারও প্রিমিয়াম প্রদান করেন, অর্থাৎ ১হাজার টাকা জমা করেন, আর আল্লাহ না করুক আপনার মৃত্যু হয়ে যায়, তবে ৯০ কর্মদিবসের মধ্যে আপনার পরিবার পেয়ে যাবে পুরো ১লক্ষ ৪৪হাজার টাকা। অর্থাৎ বীমা অংক পুরোটা। আর একটি টাকাও জমা দিতে হবে না।
২। সম্পূর্ণ সুদ মুক্ত লাভ মেয়াদ শেষে আপনার বীমা অংকের সাথে পেয়ে যাবেন।
👉প্রতি বছর কোম্পানির AGM ( annual general meeting) এর মাধ্যমে বাৎসরিক লাভ প্রকাশ করে। পূর্ববর্তী বছর গুলোর অনুপাতে সেই লাভ আমরা ধরতে পারি আনুমানিক ৭০টাকা প্রতি হাজার এ। আপনার বীমা অংক ১৪৪ হাজার (১,৪৪,০০০)টাকা।
👉 প্রতি বছর আপনার লাভ (১৪৪x৭০+/-)= ১০,০৮০+/- বা দশ হাজার আশি টাকা। তাহলে ১২ বছর পর আপনার লাভ এসে দাড়াচ্ছে (১০০৮০x১২)= ১,২০,৯৬০+/- টাকা।
অতএব, আপনার ১লক্ষ ৪৪হাজার টাকার সম্পদ হয়ে দাড়ালো (১,৪৪,০০০+১,২০,৯৬০) ২,৬৪,৯৬০+/- টাকা।

Post a Comment

0 Comments