Header Ads Widget

Responsive Advertisement

"ইন্স্যুরেন্স" বুদ্ধিমান ও বুদ্ধিমতীরা করে।

“ইন্স্যুরেন্স” কি মানসী করে?
না ভাই। ইন্স্যুরেন্স বুদ্ধিমান ও বুদ্ধিমতীরা করে।

 

 

১ম পর্ব—-

লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা কি বলতে পারেন?
–হ্যাঁ, পারবেন না কেন ?
— ঐ বীমা তো ভালো জিনিস না।
— ওরা মানুষের টাকা মেরে খায়।
— মেয়াদ শেষেও টাকা দিতে চাই না।
— বীমার টাকা পেতে গেলে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়।
— দুই দিন পরে কোম্পানী উধাও হয়ে যায়।
— ব্লা ব্লা ব্লা
এই গুলোই হয়তো হবে আপনার মনের কথা। বা আরও কিছু হতে পারে।
এবার ভাই একটু কষ্ট করে আমার কথা শুনুন।

** প্রথমত
লাইফ ইন্স্যুরেন্স কি? এটা আপনাকে সঠিক ভাবে জানতে হবে।
আপনারা হয়তো এই শব্দটির সাথে খুব ভালো ভাবে পরিচিত।
কারন ঐ যে মোটর সাইকেলের ইন্স্যুরেন্স করাতে হয় না?
হ্যাঁ হ্যাঁ । ঐ তা না করে তো পুলিশে ধরে।
পুলিশের হাত তে বাচার জন্যই তো মোটর সাইকেলের ইন্স্যুরেন্স করাতে হয়। তাই না?
️না ভাই।

ইন্স্যুরেন্স (Insurance) ইংরেজি শব্দ । এটা মূলত ইন শিউর (Ensure) শব্দ থেকে এসেছে। যার অর্থ নিশ্চিত করা।
আর Insurance অর্থ নিশ্চয়তা বা নিরাপত্তা প্রদান কারী।

আমাদের দেশে মোটর সাইকেল তথা যানবহনের ইন্স্যুরেন্স বাধ্যতামূলক হওয়ায়
এই শব্দের সাথে সবাই পরিচিত হলেও এর সঠিক উদ্দেশ্য সম্পর্কের জ্ঞাত মানুষ খুবই কম।
এর উদ্দেশ্য হলো আপনার যানবাহনের অনাকাংখিত দুর্ঘটনা বা ক্ষতির নিরাপত্তা নিশ্চিত করা।

এবার লাইফ ইন্স্যুরেন্স এর দিকে আসি।

— লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমার উদ্দেশ্য পরিবারের আর্থিক নিরাপত্তা প্রদান করা।
আমাদের দেশে সাধারণত একজন ব্যক্তির উপর পুরো একটি পারিবার নির্ভর করে।
যেখানে আনুমানিক ৬ জন ব্যক্তি ১ জন এর আয়ের উপর নির্ভরশীল।
যেমনঃ তার বাবা, তার মা, তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে এবং সে নিজে।

আমরা সবাই জানি যে মানুষ জন্মগ্রহণ এর পর থেকেই তার রিক্স শুরু হয়ে যায়।
কারন, আমরা কেউই জানি না কার মৃত্যু কোথায় এবং কিভাবে লেখা আছে।
তাই, একটি পরিবারের কর্তা যখন হঠাৎ করে মারা যায়,
তখন একমাত্র সেই পরিবারই বুঝতে পারে তারা কোথায় এসে দাঁড়ালো।
বৃদ্ধ বাবা মা জানে না তাদের সংসারের এখন কি হবে।
স্ত্রী জানে না তার এতিম ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবে।
এমন দুর্দিনে যদি সেই পরিবার বীমা কোম্পানী থেকে আর্থিক সহায়তা পাই,
তখন সেই পরিবারে যেন আমাবর্ষার রাতে এক টুকরো চাঁদ হাতে পায়।

আর এটা হয় সেই পরিবার যে পরিবারে থাকে একজন বুদ্ধীমান পরিবার প্রধান।

—বাকি কথা ২য় পর্বে লিখবো ইনশাআল্লাহ।
রাফি মোঃ আবু হাসনাত
ইউনিট ম্যানেজার
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
ঝিনাইদহ সার্ভেসিং সেন্টার
খায়বার সুপার মার্কেট (২য় তলা)
শের-ই-বাংলা সড়ক
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।

 

also, read: Post – PILIL | Rife Md Abu Hasnat (hasnatsojib.com)


Visit our company website: Prime Islami Life Insurance Limited

Post a Comment

0 Comments